
মাদারীপুরে কালকিনি উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে স্থানীয় জনসাধারণের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
১২টি গ্রামের ১৭৫টি গরীব ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকার খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।
সারাদেশেই মহামারি করোনার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। নিজ এলাকা মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করে কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ। যারা এখন দেশের বিভিন্ন পর্যায়ে কর্মরত।
খাবার বিতরণ কর্মসূচি সার্বিকভাবে তদারকি করেন কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রী এএসপি ওয়াহিদা ঝুমুর, সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাওন ও কর্পোরাল আরিফুল ইসলাম।
তারা বলেন সামাজিক দায়বদ্ধ থেকে আমরা এই উদ্দ্যেগ নিয়েছি। সবাই যদি নিজ অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে এ সংকটময় পরিস্থিতি আমাদের সামাল দেয়া সহজ হবে।
সংশ্লিষ্টরা এ মহতী কাজে অংশগ্রহণকারী সাবেক সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
/এসএস

