
পাবলিক ভয়েস : রংপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তিন ভাই-বোনের।
আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরাম সাহাপুর গ্রামের মোজাম্মেল মুন্সীর ছেলে শাহীনুর রহমান (২৫), আজগার আলীর ছেলে মশফিকুর রহমান (১৮) ও আব্দুল কাইয়ুমের মেয়ে রুমী বেগম (২৩)। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা তিনজন একই মোটরসাইকেলে শঠিবাড়ী হাটে যাচ্ছিল। পথে বিশমাইল এলাকায় এলে রংপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন ভাই-বোনের মৃত্যু হয়। খবর পেয়ে বড় দরগা হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
দুর্ঘটনার খবরে উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ওই সময় শত-শত যানবাহন মহাসড়কে আটকা পড়ে। প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধের পর প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিন বলেন, এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।