ভোলায় ১০০ কোরআনে হাফেজ পেলো প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ১০, ২০২০

ভোলা প্রতিনিধি: ভোলায় করোনা পরিস্থিতিতে জেলা পরিষদের পক্ষ থেকে ১০০ কুরআনে হাফেজেদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে জেলা পরিষদ চত্বরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহামুদুর রহমান, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, ভোলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ অপু, ভোলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুস।

উপহার সামগ্রী মধ্যে ছিলো- চাল, ডাল, বুট,আলু, চিনি, তৈল, পেয়াজ, ও খেজুর।

জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে পবিত্র মাহে রমজানে অনেক মসজিদে খতম তারাবী না হওয়ায় অনেক হাফেজে কুরআন অসহায় দিন কাটাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সকল কর্মহীনদের পাশাপাশি আমরা হাফেজদের পাশেও দাঁড়িয়েছি।

/এসএস

মন্তব্য করুন