

এম. আশরাফ, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙ্গালী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ শনিবার (৯ মে) লংদু উপজেলার ভাইবোনছড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ঐ এলাকায় পাহাড়ি এবং বাঙ্গালিদের মধ্যে সীমান্ত নিয়ে দন্ধ ছিলো। এর আগেও একবার দন্ধ হওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ এসে বিষয়টি সমাধান করে।
‘বাঙ্গালিরা পাহাড়িদের এলাকায় যাবে না আর পাহাড়িরা বাঙ্গালিদের এলাকায় আসবে না’ এমন নির্দেশনা দেয়া হয়েছিলো আর্মি ও পুলিশের পক্ষ থেকে। জানা যায়, এই নির্দেশনা লঙ্ঘন থেকেই আজকের সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ (শনিবার) সকাল ৯টার দিকে বাঙ্গালিদের সীমান্ত দিয়ে পাহাড়িদের কলার ট্রলার যাওয়ার সময় বাঙ্গালিরা নিষেধ করে। আর এতেই পাহাড়িরা ক্ষেপে যায়। পরে দেশীয় অস্ত্র ছকটা নিয়ে বাঙ্গালিদের ওপর আক্রমন করে পাহাড়িরা। এসময় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। স্থানীয় অস্ত্র ছটকার আঘাতে অনেকের মাথা ফেটে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী ও পুলিশ। ঘটনা তদন্ত ও তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন তারা।
/এসএস