

কাওছার আহমেদ, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলাধীন সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির রহমান মৃধা তার পটুয়াখালী শহরের স্বনির্ভর রোডের আটটি বাসার ভাড়াটিয়াদের দুই মাসের প্রায় ৮০ হাজার টাকা ভাড়া মওকুফ করলেন।
করোনা ভাইরাস এর মহামারীর কারনে মানুষ কর্মহীন হয়ে পড়েন এ সকল কর্মহীন মানুষের কোন আয়-রোজগার না থাকায় তারা ঘর বন্দী হয়ে পড়ায় ভাড়া দিতে হিমশিম খাচ্ছিল, তাই তাদের অসহায়ত্বের কথা চিন্তা করে পটুয়াখালী জেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন মৃধা তার আটটি বাসা প্রায় মাসে (৪০০০০) টাকা করে দুই মাসে (আশি হাজার) টাকা বাড়ি ভাড়া মওকুফ করে দেন।
এ প্রসঙ্গে মনির রহমান মৃধা বলেন আমার শহরের প্রায় আটটি বাসা আছে তাতে প্রতি মাসে আমি প্রায় ৪০ হাজার টাকা ভাড়া পাই দু’মাসে ৮০ হাজার টাকার মতো বাড়ী ভাড়া মওকুফ করে দিয়েছি কারণ করোনা ভাইরাসের কারণে তাদের কোন আয় রোজগার নেই। সামনে যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে পরবর্তী মাসের ভাড়াও না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
চেয়ারম্যান মনির রহমান মৃধা আরও বলেন কিছুদিন আগে আমার ইউনিয়ন পরিষদে একটি মিথ্যা সাজানো ঘটনা ঘটিয়ে আমাকে মাত্র আট হাজার টাকার মত চাল চুরির অপবাদ দেয়। বর্তমানে চেয়ারম্যান হিসেবে সাময়িক বরখাস্তে আছি আমি এই সকল কিছুর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না নির্বাচনের জেরে কিছু লোক মিথ্যা নাটক সাজিয়ে আমাকে ফাশিয়েছে।
এমএম/পাবলিকভয়েস