চট্টগ্রামে একদিনে আক্রান্তের রেকর্ড

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মে ৮, ২০২০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। জেলাটিতে একদিনে শনাক্ত হওয়ার দিক দিয়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ। আজ শুক্রবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল বৃহস্পতিবার নগরীর ৫৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। যা আজ শুক্রবার প্রকাশ করা হয়। এর আগে নগরীতে একদিনে সর্বোচ্চ শানাক্তের সংখ্যা ছিল ১৩ জন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে মোট ৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৮ জনই বন্দরনগরীর বাসিন্দা। বাকি দুইজনের একজন খাগড়াছড়ির এবং অন্যজন কক্সবাজারের বাসিন্দা।

এছাড়া একই দিন চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে পরীক্ষা করা হয় ১৯৮ জনের নমুনা। যার মধ্যে করোনা পজিটিভ আসে ১৯ জনের। এই ল্যাবে করোনা পজিটিভ আসা ব্যক্তিদের ১৮ জন চট্টগ্রামে বসবাস করেন। বাকি একজন অন্য জেলার।

এ ছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার চট্টগ্রামের লোহাগাড়ার এক বাসিন্দার কোভিড-১৯ শনাক্ত হয়।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন