

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেই আগামী ১০ মে থেকে স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। তবে জনসাধারণ এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ব্যবসা প্রতিষ্ঠান আগের মতোই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌল্লা খানের সভাপতিত্বে এক জরুরি সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন জেলা ব্যবসায়ীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির নেতারা।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি আজিজুল হক বলেন, আগামী ১০ মে থেকে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে না। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সব আগের মতো বন্ধ থাকবে। জনসাধারণ এবং ব্যবসায়ীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এমন সিদ্ধান্ত নেয়ায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা খান বলেন, করোনা মোকাবেলায় দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা মার্কেট বন্ধ রাখার সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সভায় আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা সেনা নিবাসের ৬ বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল আতাউর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি আল মামুন সরকার, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির পরিচালক মো. শাহ আলম ও আল মামুন প্রমুখ।
এমএম/পাবলিকভয়েস