

মেহেরপুরে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সরকারি নির্দেশ অমান্য করে চা বিক্রি কারায় দুই বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলার গাংনী উপজেলায় অভিযান পরিচালনা করে ওই দুইজনেক ১৫ দিনের কারদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার হাসপাতাল বাজার এলাকার মনা মিয়া (৫০) ও উপজেলা পরিষদ চত্বরের জাকিরুল (৪৫)।
ইউএনও দিলারা রহমান রহমান জানান, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। কিন্তু ওই দুইজন সেই নির্দেশ অমান্য করে দোকানে চা বিক্রি করছিলেন। তাই আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের শাস্তি দেওয়া হয়।
তিনি আরো জানান, মনা মিয়া ও জাকিরুল আদলতে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় তাদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
এমএম/পাবলিকভয়েস