নওগাঁর দুই সাংসদ, ডিসি-এসপি ও সিভিল সার্জনসহ ৭১ জনের নমুনা সংগ্রহ

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মে ৪, ২০২০

নওগাঁ সংবাদদাতা: করোনা আক্রান্ত নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসা দুই সাংসদ, ডিসি, এসপি ও সিভিল সার্জনসহ ৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোরশেদ জানান, এমপি শহীদুজ্জামান সরকার গত ২৭ এপ্রিল নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি জরুরি কনফারেন্সে যোগ দিয়েছিলেন।

ওই কনফারেন্সে নওগাঁ-৩ আসনের এমপি সলিম উদ্দিন তরফদার ও নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম যোগ দিয়েছিলেন।

এছাড়া সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান ও সিভিল সার্জন আখতারুজ্জানসহ ২০ জন অংশ নিয়ে ছিলেন। তাই তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে সকলেই কোয়ারেন্টিনে সুস্থ আছেন। এখন পর্যন্ত কারো শরীরে অসুস্থতার কোনও লক্ষণ পাওয়া যায়নি।

তিনি আরো জানান, সাংসদ শহীদুজ্জামান সরকার তার নির্বাচনী এলাকা পত্নীতলা ও ধামইরহাটে গিয়েছিলেন। সেসব স্থানে তার সংস্পর্শে আসায় পত্নীতলায় ৪০ জন ও ধামইরহাটে ১১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

পর্যায়ক্রমে আরো বেশ কিছু ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হবে। তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টিনে আছেন। তাদের শরীরেও এখন পর্যন্ত কোনও অসুস্থতার লক্ষণ পাওয়া যায়নি।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম বলেন, আমি আমার নির্বচনী এলাকায় অবস্থান করছি। আমার নেতাকর্মীদের কথা চিন্তা করে হোম কোয়ারেন্টাইনে আছি। তবে আমার কোনো উপসর্গ নেই। আমি ভালো আছি। আমার জন্য আপনারা দোয়া করবেন।

নওগাঁ-৩ আসনের সংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেন, আমি হোম কোয়ারেন্টাইনে আছি এবং সুস্থ আছি।

/এসএস

মন্তব্য করুন