রাঙ্গাবালীতে গরুতে মুগডাল খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৯

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, মে ৪, ২০২০

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গরুতে ক্ষেতে মুগডাল খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নয় জন আহত হয়েছে।

উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চর ইমারশন গ্রামে রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২ টায় চরইমারশন গ্রামে মালেক খলিফার ক্ষেতে নাঈম কাজীর গরু গিয়ে মুগডাল খেয়ে চারা নষ্ট করছিল। এরআগেও একাধিকবার গরু ক্ষেতের ডাল খেয়ে চারা নষ্ট করেছে অভিযোগ মালিক খলিফার।

এনিয়ে মালেক খলিফার বর্গাচাষী শহিদ কাজী ও নাঈম কাজীর মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে মালেক খলিফা লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে নাঈম কাজী ও তার পরিবারের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায় দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়।

আহতরা হলেন, নাঈম কাজী (২৫), কাইয়ুম কাজী (৩৫), ফাতেমা (২০), বেল্লাল খাঁ (২৫), সুজন কাজী (১৭), হান্নান খলিফা (২৫), রফিক খলিফা (৩২), সহিদ কাজী (৪৫) ও সাইদুল কাজি (২৮)। আহতদের প্রত্যেকের বাড়ি ছোটবাইশদিয়া ইউনিয়নে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, গরুতে মুগডাল খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছে। খবর শুনে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়েছি, আইনগত ব্যবস্থা নিব।

/এসএস

মন্তব্য করুন