নমুনা সংগ্রহকারী করোনা আক্রান্ত : হাসপাতাল বন্ধ

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মে ৩, ২০২০

কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যে কারণে বন্ধ রাখা হয়েছে হাসপাতালের সকল কার্যক্রম।

হাসপাতালের স্টাফ ব্যতিত বহিরাগত সর্বসাধারণের প্রবেশও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি জরুরী বিভাগসহ সকল প্রকার সেবা কার্যক্রমও বন্ধ রয়েছে হাসপাতালটিকে।

আজ বেলা ১১:০০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি ঘোষণা দেন।

ঘোষণায় বলা হয়- সম্প্রতি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আবদুল আলীর তত্ত্বাবধানে করোনা উপসর্গ সন্দেহদের বাড়ি বাড়ি গিয়ে স্যাম্পল সংগ্রহ করার একটি কমিটি গঠন করা হয়েছে। এবং বেশকিছু নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়।
এতে বিগত দিনে একই পরিবারের ৬ জন সহ ১০ জনের নমুনা পজিটিভ রিপোর্ট আসে।

ইতিপূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি ভবনে খোলা হয়েছে করোনা ইউনিট।লাল ফিতা দিয়ে চিহ্নিত করা দেয়া হয়েছে ভবনটি, এতে করে সাধারণ রোগীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক, রোগী শূন্য হয়ে পড়েছে হাসপাতালে আন্তঃবিভাগ।

আজ নমুনা সংগ্রহকারী ল্যাব টেকনোলজিস্ট এর রিপোর্ট পজেটিভ আসায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও আতংক দেখা দিয়েছে। কেননা আক্রান্ত ব্যক্তির রিপোর্ট আসার আগ পর্যন্ত হাসপাতালে সবার সাথে স্বাভাবিক চলাফেরা করেছেন।

আশঙ্কা করা যাচ্ছে সঠিক পিপিই ব্যবহার ও KN 95 মাস্ক ব্যবহার না পরায় নমুনা সংগ্রহকারী আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের কর্মকর্তারা জরুরী বৈঠকে জানিয়েছেন, অন্যান্য স্টাফদের নমুনা সংগ্রহ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

#আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন