আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টে সংলাপ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯
ঐক্যফ্রন্ট নেতারা

পাবলিক ভয়েস : আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় সংলাপ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নেতারা।  বলেছেন ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে তাতে জনগণের অংশগ্রহণ ছিল না।

এই নির্বাচন বাতিলের দাবিতে ঐক্যফ্রন্ট আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলনে সব মানুষের অংশগ্রহণের অংশ হিসেবে গণস্বাক্ষর সংগ্রহ, অবস্থান কর্মসূচি পালনের কথাও ভাবছে ঐক্যফ্রন্ট।

এছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রক্রিয়াও চলছে বলে জানান নেতারা। বিকেল চারটা থেকে ৬ টা পর্যন্ত মতিঝিলে ড.কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত হয় এ বৈঠক।

তবে বৈঠকে ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির পক্ষ থেকে কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না। জামায়াত ইস্যুতে নেতারা বলেন এই দল ঐক্যফ্রন্টে কখোনই ছিলো না, এখনো নেই। জাতীয় সংলাপেও তারা থাকবে না। এই নির্বাচনে যে সব দল অংশ নিয়েছে তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান ঐক্যফ্রন্ট নেতারা।

মন্তব্য করুন