

মহামারী করোনা বিপর্যয় থেকে রক্ষা পেতে সপ্তাহব্যাপী আমলের পর আজ শুক্রবার পবিত্র মাহে রমজানের প্রথম জুমাবারে বাদ আসর সম্মিলিত দোয়ার আয়োজন করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন।
শুক্রবার (১ মে) বাদ আসর ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের আহ্বায়ক মুফতী হাবিবুর রহমান মিছবাহ’র অফিসিয়াল ফেসবুক পেজ Habibur Rahman Misbah থেকে লাইভে মুনাজাতের মাধ্যমে সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করতে পারবেন।
ফেসবুকে Habibur Rahman Misbah অথবা সার্চ ইউজার M.Misbahofficial লিখে সার্চ করে পেজে সংযুক্ত হয়ে সারাদেশ থেকে প্রত্যেকেই দোয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের আহ্বায়ক মুুফতী হাবিবুর রহমান মিছবাহ- সারাদেশে ধর্মপ্রাণ মুসুল্লি, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের সদস্য, শুভাকাঙ্খীদের দোয়া অংশগ্রহণের বিনীত আহ্বান জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, পূর্ব ঘোষিত কর্মসূচির আওতায় সপ্তাহব্যাপী আমলের পর এ দোয়ার আয়োজন করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে পবিত্র কোরআন খতম, সূরা মুহাম্মাদ তিলাওয়াত, দোয়ায়ে খতমে ইউনুস ও সায়্যিদুল ইস্তিগফারের আমল করা হয়েছে বলে তিনি উল্লেখ্য করেছেন তিনি।
করোনা মুক্তি ও প্রবাসীর জন্য সপ্তাহব্যাপী আমল শেষে এ দোয়ার আয়োজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ্য করেন।
এর আগে পবিত্র কোরাআনে কারীমের এক হাজারবার তেলাওয়াতে খতম, সূরা মুহাম্মদ এর তেলাওয়াত এক হাজারবার, খতমে ইউনুস এবং সায়্যিদুল ইস্তেগফার এক লক্ষবার আমল করার ঘোষণা দেয় ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন।
প্রায় সপ্তাহব্যাপী ঘোষিত আমল শেষে আজ শুক্রবার পবিত্র রমযানের প্রথম জুমাবারে বাদ আসর সম্মিলিতভাবে দোয়ার আয়োজন করা হয়েছে।
এ ব্যাপারে মুফতী হাবিবুর রহমান মিছবাহ বলেন, এটা কোনো বিশেষ সংখ্যা নয়। কেবলমাত্র আমলের আধিক্যতায় একটা সংখ্যা নির্ধারণ করা হয়েছে মাত্র। আমরা সর্বোচ্চ আমলের চেষ্টা করেছি। এর মানে এই নয় যে, আমল শেষ হয়ে গেছে আর করতে হবে না। প্রতিনিয়ত আমাদেরকে আমল করতে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতে হবে।
উল্লেখ্য, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন করোনাপ্রাদুর্ভাবের শুরু থেকেই নানান সচেতনতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি জরুরি খাদ্য সহায়তা, নগদ অর্থ প্রদান এবং করোনায় মৃতদের কাফন-দাফনে কাজ করে আসছে। এজন্য সংগঠনটি সারাদেশে জেলা-উপজেলা ভিত্তিক টিম গঠন করেছে।
এছাড়াও আরো যেসব কর্মসূচি পালন করছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন সেগুলো হলো, জনসচেতনতায় মাইকিং, জীবাণুনাশক স্প্রে ছিটানো, পিপিই-সহ সরাঞ্জামাদি প্রদান রমযান প্যাকেজ-১, রমযান প্যাকেজ-২ ও ঈদ উপহার।
জানা যায়, ইতোমধ্যে করোনা বিপর্যয়ের অসহায়দের জন্য রমযান প্যাকেজ-১ এর কার্যক্রম শেষ হয়েছে। এরপর রমযান প্যাকেজ-২ এবং ঈদ উপহার এর আওতয় দূর্গতদের ঘরে ঘরে সহায়তা পৌঁছ দিবে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন।
/এসএস