
এম.কলিম উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক মহিলা মৃত্যুবরণ করেছেন।
কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত ৮টায় ছেনুআরা বেগম (৬৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়। তিনি ২ দিন ধরে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধিন ছিলেন।
করুন আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মহিলা রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল্লাহর স্ত্রী বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, বৃহষ্পতিবার কক্সাবাজার সদর হাসপাতালের ল্যাবে পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয় ছেনুআরা বেগমের। এটি কক্সবাজার জেলায় করোনায় প্রথম মৃত্যু।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানিয়েছেন, করোনায় মৃত ছেনুয়ারা বেগমের দাফন সম্পন্ন করার জন্য ইসলামিক ফাউণ্ডেশন এর দাফন টিমকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
/এসএস

