

করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধান কেটে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জের হাওর এলাকায় ধান কাটলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
বুধবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের পাশে সাংহাইর হাওরে কৃষকদের ধান কেটে দেন এই দুই মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জানা গেছে, ধান কাটার সময় কোনো ধরনের সামাজিক দূরত্ব মেনে চলা হয়নি। উল্টো নেতাকর্মীরা ও স্থানীয় এলাকাবাসী মন্ত্রীদের ধান কাটা দেখতে গিয়ে পাকা ধানক্ষেতে নেমে অসংখ্য ধান নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন মো. শামছ উদ্দিন বলেন, লোকজনকে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বললেও কেউ তা মান্য করেননি। তবে মন্ত্রী ও সংসদ সদস্যদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, সামাজিক দূরত্ব মেনেই ধান কাটা হয়েছে। তবে সাধারণ জনগণ সামাজিক দূরত্ব রক্ষা করতে পারেননি। তারা মন্ত্রীদের ধান কাটা দেখতে জড়ো হন।
এমএম/পাবলিকভয়েস