
নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়ার গোডাউন থেকে ১২শ বস্তা চাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। এ ঘটনায় গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়েছে।
জাবেদ ভূঁইয়া মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাতে বন্দরের মনদপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২শ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
শুক্লা সরকার বলেন, গোডাউনের কর্মচারীরা জানান, গোডাউনটিতে চাল মজুদ করেছেন স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়া। তবে তাদের দাবি, এই চাল তারা ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে মজুদ করেছেন। মালিকের সাথে ফোনে কথা হলে তিনিও একই দাবি করেছেন। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি। সকালে কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে ভালো নইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এসএস

