৫ মে’র পর ট্রেন চালু করতে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

দেশজুড়ে চলমান করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতির মধ্যেই এবার রেল যোগাযোগ চালু করার চিন্তা-ভাবনা করছে সরকার। এ জন্য প্রথমে কাঁচামাল ও শাকসবজি পরিবহনের জন্য লাগেজ ভ্যান চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে আন্তঃনগর ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেলপথ মন্ত্রণালয়।

সবকিছু ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই লাগেজ ভ্যান চালু হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা জানান, বিষয়টি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সেখানেই রেল চালুর ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।

তবে কবে নাগাদ রেল চালু হবে, সেই বিষয়ে এখনো সরকারের উচ্চপর্যায় থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। পরিস্থিতি বিবেচনায় আগামী ৫ মে এর পর থেকে রেল চলাচল শুরু করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, ৫ তারিখের পর যদি লকডাউন তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়, তাহলে রেল চলাচল চালু করা হবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে। তাছাড়া রেল চালু হলে যাত্রীদের কীভাবে সুরক্ষা দেয়া যায় তা নিয়ে আগামীকালের বৈঠকে আলোচনা হবে।

জানা গেছে, ৫ মে লকডাউন তুলে নিলে প্রথমে অল্প কয়েকটি ট্রেন চালু করা হবে। এরপর ১৫ তারিখের মধ্যে পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে। এক্ষেত্রে শুরুর দিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে সব আসনের টিকিট বিক্রি করা হবে না। তাই কীভাবে টিকিট বিক্রি করলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে, তা নিয়ে ইতোমধ্যে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে।

এমএম/পাবলিকভয়েস

 

মন্তব্য করুন