

গাজীপুরে করোনা সংক্রামন কমে যাওয়া ও গার্মেন্টস খুলে দেওয়ার কারণে গাজীপুরে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। বিজিএমআই গার্মেন্টস খুলে দেওয়া এবং গাজীপুরে করোনা আক্রান্তের প্রকোপ কম হওয়ায় আজ এই ঘোষণা দিয়েছিলেন তিনি।
কিন্তু ২৪ ঘন্টা পার হওয়ার আগেই তিনি এই ঘোষণা থেকে ফিরে এলেন এবং নতুন এক ভিডিও বার্তায় জানালেন, মসজিদের বিষয়ে সবাই যেন ধর্ম মন্ত্রনালয়ের নির্দেশিকা মেনে চলেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে ধর্ম মন্ত্রনালয় এবং সরকার যে নির্দেশনা দিয়েছে সেটা মেনে চলাই উত্তম হবে বলে তিনি জানান।
তিনি বলেন – মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনা সতর্কতায় যে লকডাউন ঘোষণা করা হয়েছে আমরা সকলেই তা মেনে চলছি এবং মসজিদের বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে আমরা যেন সকলে তা মেনে চলি।
তিনি আরও বলেন গাজীপুরে যেহেতু অনেক ভাসমান লোক রয়েছে এবং গার্মেন্ট শ্রমিকরা রয়েছে তাই আমরা শতভাগ নিশ্চিত হতে পারছি না এখানে কি পরিমাণে করোনা আক্রান্ত লোক রয়েছেন। তাই ইতিপূর্বে আমরা যে ঘোষণা দিয়েছিলাম ব্যাপকহারে মসজিদে লোকজন উপস্থিত হওয়ার বিষয়ে তা না করে মাননীয় প্রধানমন্ত্রীর সরকার এবং ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে চলার প্রতি আমার অনুরোধ থাকবে।
সবাই যেন আপাতত বাসায় নামাজ পড়ি এবং এই সময়ের মধ্যে আমরা সরকারও ধর্ম মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে চলি। পরবর্তিতে যখন পরিস্থিতি উন্নতি হতে তখন আমরা ধর্ম মন্ত্রনালয়, স্বাস্থ্য মন্ত্রনালয় ও সরকারের নির্দেশনা মোতাবেক মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দেবো।
গতকাল মসজিদ খুলে দেওয়ার ঘোষণাটি পড়তে এখানে ক্লিক করুন
নতুন ঘোষণার ভিডিওটি দেখতে ক্লিক করুন
আরআর/পাবলিক ভয়েস