মৌলভীবাজারের শীর্ষ আলেম আল্লামা আবদুল মুমিত ঢেউপাশীর ইন্তেকাল

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

মৌলভীবাজারের অন্যতম শীর্ষ আলেম আল্লামা আবদুল মুমিত ঢেউপাশী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯.২০টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় শেষ নিশ্বাঃস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলািইহি রাজিউন)।

মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার ভাগ্নে মাওলানা সাদ আহমদ আমিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।

আল্লামা আবদুল মুমিত মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার শায়খুল হাদীস ছিলেন। তিনি মৌলভীবাজারের ঢেউপাশা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সিলেটের বরেণ্য আলেম। তিনি ঢেউপাশী হুজুর নামেই অধিক পরিচিত ছিলেন।

আল্লামা আবদুল মুমিত রহ. এর ইন্তেকালে শোক প্রকাশ করেছে স্থানীয় ওলামায়ে কেরাম। শোক প্রকাশ করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা টিম।

শোকবার্তা সংশ্লিষ্টরা বলেন, আল্লামা আবদুল মুমিত রহ. এর ইন্তেকালে মৌলভীবাজারবাসী একজন বরেণ্য ও মুখলিস আলেমেদীন হারালেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তার মৃত্যু সিলেট অঞ্চলবাসী একজন মুরুব্বিকে হারালো।

/এসএস

মন্তব্য করুন