ঝাঁকে ঝাঁকে অভুক্ত পাখিকে খাওয়ালেন পুলিশ সদস্য (ভিডিও)

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

লকডাউনের কারণে চুয়াডাঙ্গায় বড় বাজারের শহীদ হাসান চত্বরের সব হোটেল ও খাবারের দোকান বন্ধ। ফলে চরম খাদ্য সংকটে পড়েছে শালিকের একটি দল। এই অবস্থায় তারা যেন আশ্রয় হিসেবে খুঁজে পেল ওই এলাকার ট্রাফিক পুলিশ সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাসকে।

সোমবার বেলা দেড়টার ঘটনা। হঠাৎ একদল শালিক এসে হাজির হলো মৃত্যুঞ্জয় বিশ্বাসের চারপাশে। বিষয়টি বুঝতে পেরে মুদি দোকান থেকে চাল ও চানাচুর এনে পাখিদের এনে খেতে দিলেন তিনি। এ সময় আশপাশ থেকে আরো কয়েক শ পাখি এসে যোগ দিলো সেখানে। পরে সব পাখিকেই খাবার দেন মৃত্যুঞ্জয়। জানা যায়, ছোটবেলা থেকেই পাখি পালন করেন তিনি। পাখিদের প্রতি সব সময়ই তার একটি আলাদা মায়া কাজ করে।

মৃত্যুঞ্জয় বলেন, লকডাউনের কারণে এই এলাকার সব দোকান ও হোটেল বন্ধ। যে কারণে এসব পাখি পড়েছে খাদ্য সংকটে। এর আগেও একদিন তিনি এদের খাবার দিয়েছিলেন। যার কারণে আবার সেখানে যাওয়ার পর পাখিগুলো ঘিরে ধরে আমাকে।

তিনি বলেন, যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন আমি এদের খাবার দিয়ে যাবো। মানুষের ঘরে খাবার না থাকলে সে মুখ দিয়ে বলতে পারে। কিন্তু এরা তো বোবা প্রাণী। ক্ষুধায় কয়েকদিন পার করে দিলেও কেউ বুঝতে পারবে না। তাই হৃদয়বান ব্যক্তিদের এসব পশু-পাখিদের খাবার দিতে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। সূত্র নিউজ পেপার ২৪।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন