

চট্টগ্রামের বেসরকারি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) অধীনে বাংলাদেশ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ১৯ নার্সসহ মোট ৩৪ জনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠানটির কর্মচারীরা। আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে হাসপাতালের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
এর আগে গত ৮ এপ্রিল হাসপাতালের ১৯ জন নার্স এবং ১৫ জন পরিচ্ছন্নতাকর্মী ও আয়াকে চাকরি থেকে অব্যহতি দিয়ে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি জারি করে ইউএসটিসি কর্তৃপক্ষ।
চাকরিচ্যুতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেকেই ১৫ থেকে ২০ বছর ধরে হাসপাতালটিতে চাকরি করে আসছিলেন। কিন্তু এখন বিভিন্ন অজুহাতে তাদের চাকরিচ্যুতি করা হচ্ছে। তাদের এমন একটা সময় চাকরিচ্যুত করা হচ্ছে যখন দেশে ক্রান্তিকাল চলছে। মূলত হাসপাতালের নার্সিং সুপারিনটেন্ডেন্ট মিনুয়ারা খানমসহ বেশ কয়েকজনের প্ররোচনায় তাদের চাকরিচ্যুত করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
আন্দোলনের বিষয়ে ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মানিক মিয়া বলেন, ওই ৩৪ জন নার্স ও কর্মচারীকে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চাকরিচ্যুত করে হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কয়েকজনকে পদাবনতি দিয়ে বদলিও করা হয়। যা দেশের এমন সংকটময় পরিস্থিতিতে খুবই অমানবিক কাজ। তাই হাসপাতাল কর্তৃপক্ষের এই অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তারা।
তিনি আরো জানান, যেসব নার্স, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের স্বপদে বহাল এবং যাদের পদাবনতি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে তাদের ফিরিয়ে না আনা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন তারা। এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক নাছিল উদ্দিন বলেন, তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন।
এমএম/পাবলিকভয়েস