
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নে অবস্থিত সমিতির বাজারের ‘জাহাঙ্গীর এন্ড ব্রাদার্স’ মোদি দোকান এর বিরুদ্ধে লকডাউন নির্দেশনা অমান্য করার অভিযোগ পাওয়া গেছে।
দোকানের মালিক জাহাঙ্গীর হোসেন সরকারি নির্দেশনা আইনের কোনো তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের পরেও প্রতিনিয়ত রাত ৮ টা পর্যন্ত মুদি দোকান খোলা রেখে বাজারের লকডাউনের পরিস্থিতি খারাপ করছে বলে এমন অভিযোগ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।
বাজারের অন্যান্য ব্যবসায়ীদের অভিযোগ, আইন সবার জন্য সমান। আমরা নির্ধারিত সময়ে দোকান বন্ধ করলেও বন্ধ করছে না ‘জাহাঙ্গীর এন্ড ব্রাদার্স’ মুদি দোকান। এতে আমাদের ব্যবসার ব্যপক ক্ষতি হচ্ছে।
বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ আলমগির বলেন, বর্তমান পরিস্থিতিতে সকলেরই সরকারি আইন মানা জরুরী। এখন যদি কেউ এই আইন মানতে রাজি নন তাহলে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা বারবার বলে থাকি নির্ধারিত সময়ের পরে বাজারের কেউই যেন দোকান না খোলে,যদি খোলে তাহলে এটার দায়ভার বাজার কমিটি নেবে না।
এব্যাপারে জানতে চাইলে দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, তাদেরকে বারবার সতর্ক করার পরেও তারা কোনো কথা শুনতেই রাজি নন। প্রশাসনিক ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হোক।
/এসএস

