প্রশাসনের অনুরোধে জামালপুরে মৃত ব্যক্তির দাফন করলো ইকরামুল মুসলিমীন

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

জামালপুর প্রতিনিধি: জামালপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে যার আনুমানিক বয়স ৫০ বছর। গতকাল শনিবার রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি।

পরে রাতেই লাশ গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপে পৌঁছলে আজ (২৬ এপ্রিল) ভোরে জানাযা ও কাফন দাফন সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের অনুরোধে জানাযা ও কাফন-দাফন করে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন জামালপুর টিম।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, কুর্মিটোলা হাসপাতালে প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়। এরপর আজ রোববার (২৬ এপ্রিল) রাত ২টার দিকে মরদেহ সদর উপজেলার ঘোড়াধাপের নিজ বাড়িতে আনা হয়। এরপর ভোরে দাপন সম্পন্ন হয়।

ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন জামালপুর জেলা টিম প্রধান মাওলানা আশরাফুল আলম জানান, নিহতের লাশ গ্রামে পৌঁছলে তার শ্যালক কামরুল হাসান রতন আমাদেরকে ফোন করে জানান এবং জানাযা-দাফনের ব্যবস্থাগ্রহণের অনুরোধ করেন। তখন আমরা প্রশাসনের নির্দেশনা চাই।

পরে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিন আমাদেরকে ফোন করে দাফনের জন্য বলেন। জামালপুর পৌরসভার প্যানেল মেয়র সিদ্ধার্থ শংকর রায়ও আমাদেরকে ফোন করে কাফন-দাফনের অনুরোধ করেন। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয়ও আমাদেরকে ফোন করেন। এরপর জানাযা ও দাফনে অংশ নেই।

আশরাফুল আলম বলেন, আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী জামালপুর সদর উপজেলা প্রশাসনের পরামর্শে ঘোড়াধাপ বাজার সংলগ্ন কবরস্থানে নামাজে জানাজা শেষে তার মরদেহ দাফন করেছি।

তিনি আরো জানান জানাযায়, মৃতের শ্যালক কামরুল হাসান রতন, ইমাম হাফেজ মাও.মাসুম মুশফিক, ইসমাঈল হুসাইন ও আব্দুল্লাহ আল মাসউদসহ সাতজন অংশ নেন। মৃতের কোনো ছেলে সন্তান না থাকায় এবং পরিবারের আর কোনো বয়স্ক পুরুষ সদস্য না থাকায় কেউ অংশ নিতে পারেনি’ বলেও উল্লেখ্য করেন তিনি।

উল্লেখ্য, ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যাওয়া ওই ব্যক্তি গত ১৩ এপ্রিল হার্টের সমস্যা নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে যে অক্সিজেনটি ব্যবহারের জন্য দেওয়া হয় সেটা পূর্বে যে রোগী ব্যবহার করেছিলো তার শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

ঢামেকে তার স্যাম্পল টেষ্ট করালে করোনা পজেটিভ আসে। এরপর তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।

/এসএস

মন্তব্য করুন