ভোলায় মনপুরা ও বোরহানউদ্দিনে প্রথম করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

দ্বীপজেলা ভোলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে দুজন। একজন মনপুরা উপজেলার আর একজন রোরহানউদ্দীন উপজেলার। ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, কোভিড-১৯ আক্রান্ত মনপুরার তরুণের বয়স ২৭ বছর। আর বোরহানউদ্দিনের শিশুটির বয়স ৮ বছর। দুজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের অবস্থা শঙ্কজনক নয়।

এ বিষয়ে মনপুরা থেকে পাবলিক ভয়েসের প্রতিনিধি জানান – মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রাকিব মাঝির (ছদ্মনাম) ছেলে মুহা. আমিন (২৭) (ছদ্মনাম) এর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মনপুরা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশীদ।

জানা যায়, গত ২১ শে এপ্রিল মঙ্গলবার সকালে উক্ত ব্যাক্তিসহ আরো ২ জন ঢাকা থেকে মনপুরায় আসে। পরে খবর পেয়ে মনপুরা থানার প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি মেডিকেল টিম গিয়ে ৩ জনের নমুনা সংগ্রহ করে তাদেরকে হোম কোয়ারান্টাইনে রেখে আসে।

২৩ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় বরিশাল থেকে তিন জনের নমুনা পরিক্ষা শেষে ১ জনের করোনা শনাক্ত হয়। অপর দুইজনের করোনা নেগেটিভ আসে।

অপরদিকে বোরহানউদ্দিনে আক্রান্ত শিশুটির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, তিনি এলাকায় লোক পাঠিয়ে আক্রান্ত কন্যাশিশুটির খোঁজখবর নিয়েছেন। শিশুটি বর্তমানে সুস্থ আছে। তার পুরো পরিবারের সদস্যসহ আশপাশের কয়েকটি পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুর বাবার বাড়ি ও নানার বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লকডাউন করা হয়েছে।

আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন