

লক্ষ্মীপুরে ২১ জন অসহায় বিধবা নারীকে পুরো রমজান মাসের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ‘স্বপ্ন নিয়ে’ সামাজিক সংগটন। উপহার সামগ্রীর মাঝে ছিলো চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, ডিম, রুহআফজা, ছোলা, মুড়ি, চিড়া, চিনি, খেঁজুর, সাবান, হলুদ, মরিচ এবং লবণের মত নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিধবা নারীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, করোনার কারণে প্রান্তিক মানুষেরা কর্মহীন হয়ে অত্যন্ত অসহায় হয়ে পড়ছেন। এ বিপদের মুহূর্তে কিছু হৃদয়বান মানুষের সহযোগিতার মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমাদেরও ভালো লাগছে।
আশরাফুল বলেন, ‘এ সময় যদি সবাই সামর্থ্য অনুযায়ী সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা আরও বেশি বেশি সহায়তার ব্যবস্থা করতে পারব ‘ তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য যে, এর আগে সকলের সহযোগিতায় ‘স্বপ্ন নিয়ে’ থেকে ২ ধাপে রামগতি এবং কমলনগরের ৪৯৮ অসহায় পরিবারের ছবি না তুলে তাদের মাঝে ১০ দিনের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছিলো।
এছাড়াও রামগতি, কমলনগর ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ জন চিকিৎসককে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান, জনসাধারণের জন্য ৭টি হ্যান্ডওয়াশ বক্স স্থাপন, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ডওয়াশ সামগ্রী ও লিফলেট বিতরণ, স্প্রের মাধ্যমে জীবাণুনাশক ছিটানো, দোকানের সামনে দূরত্ব চিহ্ন, বাড়ি বাড়ি গিয়ে কাউন্সেলিং ও সাবান বিতরণ, বিভিন্ন স্থানে ব্যানার স্থাপনসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করেছে স্বপ্ন নিয়ে।
/এসএস