

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে চলতি বোরো মৌসুমে সময়মত ফসল ঘরে তুলতে বিপাকে পড়েছেন জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের কৃষকেরা। ধান কাটার জন্য মজুর না পাওয়ায় বেশ বিপাকে পড়েছেন তারা।
এমন পরিস্থিতিতে বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় কৃষকদের সহযোগিতায় এগিয়ে এলেন ওই ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম। সকাল থেকেই নেতাকর্মীদের সাথে নিয়ে কয়েকটি খেতের ধান কেটে দেন তিনি। নিজে কাঁধে করে ধান পৌছে দেন কৃষকের বাড়িতে।
এবিষয়ে ১নং কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম বলেন, বরো মৌসুমে কৃষকেরা এখন ধান কাটতে না পারলে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই সপ্তাহে সুনামগঞ্জে টানা বৃষ্টিপাতসহ আগাম বন্যার আশংকা রয়েছে ও হাওড়ে ভারি বৃষ্টিপাতসহ ভারতের উজানে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এতে পাহাড়ি ঢলে বন্যা কবলিত হতে পারে সুনামগঞ্জের অধিকাংশ হাওড়।
তলিয়ে যেতে পারে বোরো ফসল। সারা দেশে গাড়ি চলাচল না থাকায় ধান কাটার জন্য মুজুরেরা আসতে পারছেনা। তাই বিপাকে পড়া কৃষকদের পাশে দাগাতেই এমন উদ্যোগ নিয়েছি।
এসময় তিনি আরো বলেন, বরো মৌসুমে কৃষকেরা যদি ধান ঘরে না তুলতে পারে তাহলে দেশে খাদ্য সংকট দেখা দিবে। তাই দেশে খাদ্য সংকট এড়াতে অনান্য কৃষকদেরও ধান কেটে সহযোগিতা করবেন বলে জানান তিনি।
এদিকে এলাকার কৃষকদের ধান কেটে সহযোগিতা করায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় কৃষকরা।
/এসএস