জামিয়াতু ইবরাহীমের অসচ্ছল ছাত্রদের পাশে দাড়ানোর ঘোষণা কর্তৃপক্ষের

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

করোনাভাইরাসের মহামারীতে সৃষ্ট বিপর্যয়ে রাজধানী ঢাকার ‘জামিয়াতু ইবরাহীম’ মাদরাসার ফারেগীন অসহায়, অসচ্ছল ছাত্রদের পাশে দাড়ানোর ঘোষণা দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

মাদরাসার পক্ষ থেকে ‘জরুরী ঘোষণা’ শীর্ষক একটি পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে বলে পাবলিক ভয়েসকে নিশ্চিত করেছেন জামিয়াতু ইবরাহীম মাহমূদনগর সাইনবোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতী শফিকুল ইসলাম-এর জামাতা উমর ফারুক ইবরাহীমী।

সূত্র মতে জরুরী ঘোষণায় বলা হয়েছে – জামিয়াতু ইবরাহীম মাহমূদনগর সাইনবোর্ডের মুহতারাম প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতী শফিকুল ইসলাম দা.বা. এর নির্দেশনায় করোনা প্রাদুর্ভাবের চলমান পরিস্থিতিতে জামিয়াতু ইবরাহীমে’র অসহায়, অসচ্ছল ফুজালায়ে কেরামের (প্রাক্তন ছাত্রদের) পাশে থাকার ঘোষণা দিয়েছে আবনায়ে জামিয়াতু ইব্রাহীম পরিষদ।

এই সংকটাপন্ন পরিস্থিতিতে বিত্তবানদের‌ তেমন সাড়া না পাওয়া গেলেও মানবিক বিবেচনায় জামিয়া কর্তৃপক্ষ সাধ্যানুযায়ী ফুজালাদের পাশে থাকার উদ্যোগ নিয়েছে‌ন।

সুতরাং প্রকৃত মুস্তাহিক জরুরতমন্দ (যাদের প্রয়োজন রয়েছে) ফুজালাদেরকে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হল। পাশাপাশি জামিয়ায় বর্তমানে অধ্যায়নরত ছাত্রদের অসহায় অভিভাবকগণও যোগাযোগ করতে পারবেন।

যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় মাদরাসা কর্তৃপক্ষকে জানাতে হবে –

নাম:
ঠিকানা:
শিক্ষাবর্ষ:
বিকাশ মোবাইল নাম্বার:
খেদমতের প্রতিষ্ঠানের নাম ঠিকানা ও ফোন নম্বর:

যোগাযোগের মোবাইল নাম্বার :

মুফতী আনিসুর রহমান কাসেমী
+8801912781270
মুফতী রফিকুল ইসলাম ফাহীম
+8801921070560

[বিঃদ্রঃ] মাদরাসা কর্তৃপক্ষ আপাতত কেবলমাত্র এই মাদরাসা থেকে ফারেগ হওয়া এখানে লেখাপড়া করা ছাত্রদের সাহায্য করার বিষয়েই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন