নওগাঁয় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

নওগাঁ সংবাদদাতা: নওগাঁয় ট্রাকের ধাক্কায় কাজি রকিব (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক নওগাঁ সদর উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত কাজি সেকেন্দার আলীর ছেলে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, রকিব ভ্যান নিয়ে নওগাঁ শহরের দিকে আসছিলেন।

এসময় বদলগাছীগামী একটি ট্রাক ওই মোড়ে পৌঁছে ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ভ্যানে থাকা রকিব ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

/এসএস

মন্তব্য করুন