সরকারী গাড়ির খরচের টাকা ত্রাণ তহবিলে দেওয়ার আহবান ব্যারিস্টার সুমনের

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

করোনাভাইরাসের এই মহামারীর সময় সবাইকে সাশ্রয়ী হতে হওয়ার আহবান জানিয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন- “বর্তমান এই সময়ে উচিত সরকারী গাড়ি যারা ব্যবহার করে তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে খরচটা দেওয়া হতো তা ত্রাণ তহবিলে বা অসহায়দের সাহায্যে ব্যবহার করা।”

ফেসবুক লাইভে তিনি সরকারের অর্থমন্ত্রীর কাছে আহবান জানিয়ে বলেন- সরকারী গাড়ি ব্যবহার করা সেক্রেটারিয়েট পর্যায়ের যারা রয়েছে এবং বিশেষ করে এমপি, মন্ত্রী এবং যাদের গাড়ি খরচের টাকাটা এ মাসে প্রয়োজন হয়নি লকডাউনে ঘরে থাকার কারণে সেই টাকাটা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বা কোন অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করে দিন।

ব্যারিস্টার সুমন বলেন- আমি নিজেও কিছুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর হিসেবে সরকারী কর্মকর্তা ছিলাম। আমি এ খরচের বিষয়টি জানি।

একই সাথে আমি মনে করি, এ মাসে অনেকেরই এই খরচের টাকাটা লাগেনি তাই সেই টাকা করোনা মহামারীর এই দুর্যোগের সময় ব্যবহার করা উচিত।

তিনি আরও বলেন- বর্তমান এই দুর্যোগের সময় অসহায় মানুষ যদি অল্প একটু সাহায্যও পায় তাহলে তা তাদের জন্য উপকার বয়ে আনে। তিনি অর্থমন্ত্রীকে লক্ষ্য করে বলেন, আপনি গত বছর ডেঙ্গুর পেশেন্ট ছিলেন।

মানুষের দুঃখ বুঝবেন। এই মুহুর্তে যদি ঘরে বসিয়ে রেখে তারপর গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বড় অ্যামাউন্টের একটা খরচ সরকারী কর্মকর্তাদের দেওয়া হয় তাহলে তা অন্যায় হবে।

একই সাথে তিনি বলেন- তবে করোনা মহামারীতে কাজ করে যাচ্ছেন যেসব সরকারী কর্মকর্তা তাদের জন্য অবশ্যই আরও বেশি সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কিন্তু যারা লকডাউনে বসে আছে তাদের কিছু খরচ না দেওয়া হলে কোন ক্ষতি হবে না। তাই সেসব টাকা গরীব অসহায়দের কাজে ব্যবহার করা উচিত।

আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন