লক্ষ্মীপুরে ভাড়াটিয়ার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, বাড়িওয়ালা গ্রেপ্তার!

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামে বাড়িওয়ালা কর্তৃক ভাড়াটিয়া রাজমিস্ত্রীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় পুলিশ বাড়ির মালিক বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে।

জানাযায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া সুতার বাড়ির মৃত আনোয়ার মিয়ার পুত্র বেল্লাল হোসেন তার বাড়ির ভাড়াটিয়া রাজমিস্ত্রীর স্ত্রীকে দীর্ঘ দিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল।

গত শুক্রবার সকালে বেল্লাল হোসেন রাজমিস্ত্রীর বাসায় ভাড়ার টাকা চাইতে আসেন। এ সময় রাজমিস্ত্রী বাসায় ছিলেন না। এ সুযোগে বেল্লাল হোসেন ভাড়াটিয়ার স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এরই মধ্যে রাজমিস্ত্রী বাসায় ফিরে আসলে বাড়ির মালিক বেল্লাল হোসেন দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন (শনিবার) ওই ভাড়াটিয়ার স্ত্রী বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে (মামলা নং ১৫) পুলিশ বাড়ির মালিক বেল্লাল হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

/এসএস

মন্তব্য করুন