করোনায় ‘কেয়ার’ ইমোজি আনছে ফেসবুক

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্বের বেশিরভাগ মানুষই এখন ঘরবন্দি। করার মতো কোনো কাজ না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেই বেশি সময় কাটাচ্ছেন তারা। এর মাধ্যমেই একে অপরের যোগাযোগ রাখছেন, খোঁজ নিচ্ছেন। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যবহারকারীদের অনুভূতি প্রকাশ করার জন্য নতুন ইমোজি আনছে ফেসবুক।

সম্প্রতি টুইটারে দেওয়া এক ঘোষণায় ফেসবুক কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে মানুষ যাতে একে অপরের প্রতি সমর্থন ও সহানুভূতি বোঝাতে পারে, তাই নতুন একটি ইমোজি আনতে চলেছেন তারা। আগামী সপ্তাহে এটি ফেসবুক এবং মেসেঞ্জারে যুক্ত করা হবে। নতুন এ ইমোজির নাম দেওয়া হয়েছে ‘কেয়ার’ ইমোজি।

তারা আরো জানায়, ইতোমধ্যে হৃদয়ের আদলে একাধিক ‘কেয়ার’ ইমোজি তৈরি করা হয়েছে। ফেসবুক ও মেসেঞ্জারে থাকা লাইক, স্যাড, হাহা, ওয়াও, অ্যাংরি ও লাভ রিয়েক্টের মতোই ব্যবহার করা যাবে ‘কেয়ার’ ইমোজি।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন