দেশে ২০ দিনেই প্রস্তুত করোনা হাসপাতাল

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত রোগী ও সন্দেহভাজনদের চিকিৎসার জন্য মাত্র ২০ দিনেই একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালটি দেশের প্রথম ফিল্ড হাসপাতাল। আগামীকাল মঙ্গলবার থেকেই এখানে চিকিৎসা সেবা শুরু হবে।

এ বিষয়ে হাসপাতাল তৈরির উদ্যোক্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, হাসপাতালটিতে ইতোমধ্যে ৫০টি শয্যা ও ৫টি ভেন্টিলেটর স্থাপন করা হয়েছে। এ ছাড়া কয়েকদিনের মধ্যেই ১০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) শয্যা স্থাপন করা হবে।

মঙ্গলবার থেকে রোগী ভর্তি নেয়া হবে জানিয়ে তিনি বলেন, অনেক হাসপাতালেই জ্বর, সর্দি-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে যাওয়া ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে না। মূলত তাদের জন্যই হাসপাতালটি তৈরি করা। এখানে ইনডোরে ৫০ জন রোগী ও আউটডোরে অসংখ্য রোগীকে চিকিৎসা দেয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হবে।

২৪ ঘণ্টাই সেবা চালু থাকবে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ১৫ জন চিকিৎসক যোগ দিয়েছেন। এ ছাড়া ৪০-৫০ জন স্বাস্থ্যকর্মী নিয়মিত এখানে সেবা দেবেন। প্রতিনিয়ত ৩-৪ জন চিকিৎসক ডিউটিতে থাকবেন।
জানা যায়, নগরীর ফৌজদারহাট সংলগ্ন ছলিমপুরে শিল্প প্রতিষ্ঠান নাভানা গ্রুপের ছয় হাজার ৮০০ বর্গফুটের একটি ভবনে হাসপাতালটি গড়ে উঠেছে। গত ১ এপ্রিল থেকে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়।

এ বিষয়ে নাভানা গ্রুপের জিএম আরাফাতুর রহমান বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে হাসপাতালটি তৈরি হচ্ছে। পরে এ কাজে ব্যবহারের জন্য নিজেদের ভবনটি দেন গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাজেদুল ইসলাম। এ ছাড়া কিছু চিকিৎসা সরঞ্জাম দেয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনে যেকোনো সহযোগিতা করা হবে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন