সামাজিক কাজে ব্যাপক ভূমিকা রাখতে চায় ‘এর্শাদ-আম্বিয়া ফাউন্ডেশন’

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

সমাজিক কার্যক্রমে আরও ব্যাপক ও বৃহত অবদান রাখতে নিজ বাবা-মায়ের নামে সমাজসেবামূলক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ ১৯ এপ্রিল ব্যারিস্টার সুমন তাঁর পরিবারের সবার সাথে পরামর্শক্রমে ‘এর্শাদ-আম্বিয়া ফাউন্ডেশন’ নামে এই ফাউন্ডেশন এর যাত্রা শুরু করেন তিনি। তিনি জানান, তার বাবা জনাব এর্শাদ এবং মা মিসেস আম্বিয়া খাতুনের নামের সাথে মিল রেখে এই নাম দেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের যাত্রা উপলক্ষে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলেন, আমরা বিশেষ লক্ষ্য নিয়ে ফাউন্ডেশন এর যাত্রা শুরু করেছি। যেহেতু আমার একার পক্ষে ব্যক্তি উদ্যোগে মানুষের সহযোগিতার কাজ ব্যাপকহারে করা সম্ভব নয় তাই আমরা ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে একটি জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান করতে চাই।

তিনি বলেন আমি যেহেতু ধারাবাহিকভাবে সামাজিক সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছি অনেকেই আমার কাছে সাহায্য-সহযোগিতা পাঠাতে চান কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেই টাকা আমার কাছে না এনে ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতার কাজ পরিচালনা করতে চাই যাতে একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক অবস্থান থাকে।

একই সাথে তিনি বলেন আমরা আমাদের এই ফাউন্ডেশন এর কাজ সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এর্শাদ-আম্বিয়া ফাউন্ডেশনের লক্ষ উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে-
১. জাতীয় দুর্যোগে খাদ্য সহায়তা
২. প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সহায়তা
৩. সুবিধাবঞ্চিতদের আইনি সহায়তা
৪. কারিগরি শিক্ষার প্রসারে সহায়তা
৫. কৃষি ব্যবস্থার আধুনিকায়নে সহায়তা

প্রতিষ্ঠাকালীন প্রাথমিক কার্যক্রম পরিচালনা বিষয়ে বলা হয়েছে- চলমান দুর্যোগ পরিস্থিতিতে এর্শাদ আম্বিয়া ফাউন্ডেশন শুধুমাত্র খাদ্য ও স্বল্প পরিসরে চিকিৎসা সহায়তা প্রদান করবে। আপাতত ব্যারিস্টার সৈয়দ সায়েদুক হক সুমন-এর ব্যক্তিগত আর্থিক সহায়তায় কার্যক্রম চলবে যতদিন চালানো যায়। তথাপি এই কার্যক্রম দীর্ঘমেয়াদে চলমান রাখার জন্য সকল সুহৃদগণের যেকোন সহায়তা সাদরে গ্রহন করা হবে।

পরিস্থিতি স্বাভাবিক হবার পর এই ফাউন্ডেশন সংক্রান্ত সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং ফাউন্ডেশনের প্রতিটি কাজ সাংগঠনিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। বর্তমান পরিস্থিতির কারণে সহায়তা/অনুদান গ্রহনের জন্য আপাতত একটি ব্যক্তিগত ব্যাংক একাউন্ট ব্যাবহার করা হচ্ছে।

ফাউন্ডেশনে যে কোন সহায়তা পাঠানো বা তথ্য জানতে ‘এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন’-এর ফেসবুক পেজ ফলো করতে পারেন।

পেজ লিংক

মন্তব্য করুন