রামগঞ্জে করোনায় মৃতদের দাফন-কাফনে প্রস্তুত ইসলামী আন্দোলন

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

পারভেজ হোসাইন, রামগঞ্জ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনা ভাইরাসের আক্রান্ত মৃত ব্যক্তির জানাযা ও দাফন কাফনের জন্য প্রস্তুত ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্য।

গত বৃহস্পতিবার উপজেলা কার্যালয়ে এক জরুরি বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ হোসাইনের সভাপতিত্বে একটি প্রতিনিধি টিম গঠন করা হয়।

এতে কমিটির উপদেষ্টা ও কার্যনির্বাহীদের তালিকার উপদেষ্টা মাওলানা মোঃ হোসাইন, আলহাজ্ব রেজাউল করিম সেলিম আটিয়া, মুফতি নুরুল্লাহ, ডাঃ রফিকুল ইসলাম, কুতুবউদ্দিন আফসার, মোঃ মামুনুর রশীদ, কার্যনির্বাহী কমিটির আহবায়ক হাফেজ মাকছুদুর রহমান, যুগ্ম আহবায়ক আঃ রহিম, সদস্য সচিব মাহমুদুল হাসান, সদস্য রাশেদুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, ক্বারী আঃ রব, মাওলানা শোয়াইব, ইকবাল হোসাইন, শামছুল হক, মাস্টার নোমান, আঃ মজিদ সাজু, নুরুল আমীন, হাবিবুর রহমান, হাফেজ মহিন,হাফেজ ইউছুফ সহ মোট ২১ সদস্য কমিটি গঠন করা হয়।

আজ (১৯ এপ্রিল) শনিবার, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কমিটির তালিকা হস্তান্তর করা হয়।

কমিটির আহবায়ক মাকছুদুর রহমান বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সারাদেশের ন্যায় এই উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভা সহ কমিটি করতে সক্ষম হয়েছি। আশা করছি জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কর্মী বাহিনী কাজ করে যাবে।

/এসএস

মন্তব্য করুন