বরিশালে এক নেতার গুদামেই সাড়ে ৭ হাজার কেজি চাল!

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

বরিশালে  বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি  এ কে এম ইউসুফ আলীর গুদাম থেকে সাড়ে সাত টন (সাড়ে ৭ হাজার কেজির বেশি) সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদ।

এ বিষয়ে তিনি বলেন, ইউসুফ আলীর গুদামে সরকারি চাল রয়েছে বলে অভিযোগ পাই। তাই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আড়তের মেঝেতে ঢালা অবস্থায় সরকারি সাড়ে সাত টন চাল পাওয়া যায়।

সরকারি চাল চুরির দায়ে তাকে বিনাশ্রম ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি চালগুলো জব্দ করা হয়, যোগ করেন এই কর্মকর্তা।

তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী বলেন, এগুলো কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি প্রকল্পের। সেখান থেকে কিনে রেখেছেন। কিন্তু এ ব্যাপারে কোনো সঠিক তথ্য-প্রমাণ দেখাতে পারেননি তিনি।

বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস বলেন, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরও যারা এমন কর্মকাণ্ড করছেন, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন