
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের মাধ্যম হয়ে এখনো পর্যন্ত ১৯ জন সংক্রমিত হয়েছেন। এরমধ্যে একদিনেই ১৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
তাদের মধ্যে একজন চিকিৎসক, তিনজন স্বাস্থ্যকর্মী ও বাকিরা তার আত্মীয়স্বজন। বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার ফল আসে।
প্রথম আক্রান্ত ব্যক্তি (৯ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজের বাড়িতে আসেন। তার বয়স ৩২ বছর। পরদিন শরীরের ব্যথা নিয়ে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি। চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। করোনার কোনো উপসর্গ না থাকলেও তার নমুনা সংগ্রহ করা হয়।
১১ এপ্রিল শনিবার জানা যায় তিনি করোনায় আক্রান্ত। এরপর তার সংস্পর্শে আসা স্বজন ও চিকিৎসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও বিভিন্ন মাধ্যম ঘুরে আরো ৫জন আক্রান্ত হয় একই দিনে।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব গুণময় পোদ্দার জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ইউনিটে রাখা হয়েছে। অন্যদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। ওই যুবকের সংস্পর্শে আসা আরও কিছু লোকের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সংগ্রিহিত নমুনা পরীক্ষার পর দেখা যায় একদিনেই ১৭ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু রামগঞ্জেই ১৩ জন। আর তিনজন কমলনগর ও একজন সদর উপজেলায়।
এ নিয়ে লক্ষ্মীপুরে মোট ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার সকাল ছয়টা থেকে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের চারজন কর্মকর্তার ভাষ্যমতে, সামাজিক দূরত্ব মানছে না লোকজন। এ জন্য লক্ষ্মীপুর এখন ঝুঁকিপূর্ণ। তা ছাড়া, লকডাউন হলেও বেসরকারি অ্যাম্বুলেন্স, পণ্যবাহী গাড়ি এবং ট্রলারে করে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে লোকজন লক্ষ্মীপুরে এসেছেন।
গত ১০ দিনে দেড় শতাধিক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে লক্ষ্মীপুরে এসেছেন। এর মধ্যে প্রায় ৫০ জনকে খুঁজে বের করে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। অনেকেই পাড়া-মহল্লায়, হাটবাজারে অবাধে বিচরণ করছেন। এতে আতঙ্ক বাড়ছে পুরো জেলায়।
জেলার রামগঞ্জ ও রামগতিতে দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে, যারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তারাই জেলার প্রথম ও দ্বিতীয় করোনা আক্রান্ত ব্যক্তি। এ ছাড়া বিদেশ থেকে প্রায় চার হাজার প্রবাসী এসেছেন গত এক মাসে।
/এসএস

