লকডাউনে বিয়ে : কোয়ারেন্টিনে বর-কনে, জরিমানা মেম্বারের

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

লকডাউনের মধ্যেই মানিকগঞ্জ সদর উপজেলার মৃত শাহজাহানের ছেলে বাবুলের (৩৬) সঙ্গে সাটুরিয়া উপজেলার বরাইদ গ্রামের রফিকুল ইসলামের কন্যা মৌসুমি আক্তারের (২১) বিয়ে হয় আজ।

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল এবং গণজমায়েত থেকে বিরত থাকতে সরকারের পক্ষ থেকে বারবার বলেও রীতিমতো জমায়েত করে বিয়ের আয়োজন করা হয়েছে তাদের। আইন অমান্য করে বিয়ে করার দায়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বর ও কনেকে কেয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন।

বিয়েতে উপস্থিত ছিলেন এক ইউনিয়ন পরিষদ সদস্যও। বিয়েতে সহায়তা করার জন্য স্থানীয় ওই ইউপি সদস্যকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সাটুরিয়া উপজেলার বরাইদ গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।

আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন