সুনামগঞ্জে গরীব-দুঃখী ও অসহায় ভিক্ষুকদের ত্রাণ সহায়তা

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

মিলাদ হোসেন শুভ,  ছাতক, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে গরীব-অসহায় ও ভিক্ষুকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলার ১৩নং ভাতগাঁওয়ে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত।

শুক্রবার (১৭এপ্রিল) সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচিত স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিক এর অর্থায়নে গরীব-দুঃখী ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত।

এসময় নিম্ন আয়ের ৪০টি পরিবারের মানুষদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ প্যাকেট ডিটারজেন্ট ও ১টি সাবান বিতরণ করা হয়।

সাধারণ সম্পাদক আবুল হাসনাত বলেন, এলাকার শারিরিক প্রতিবন্ধী, ভিক্ষুকদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিতে নির্দেশনা দিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এজন্য আজকে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়ও আমরা শ্রমজীবী মানুষের মধ্যেও আমরা সহায়তা তুলে দিচ্ছি। আমরা সমাজের বিত্তবান মানুষদেরও এই দুঃসময়ে এগিয়ে আসার আহ্বান জানাই।

/এসএস

মন্তব্য করুন