
পাবলিক ভয়েস : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট সংলগ্ন বড় পোল এলাকায় একটি যাত্রীবাহী বাস খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ বুধবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের বড় পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।