

গত তিনদিন আগে সিলেট ও আশপাশের এলাকায় মৃদ্যু ভূমিকম্প অনুভূত হয়। তবে এবার সেই সাথে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি জায়গায় ভূকম্পন অনুভূত হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ভূমিকম্প হয়। রিখতার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তাদের ওয়েবসাইটে বলেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ফালাম। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীর এর উৎপত্তিস্থল ছিল বলেও উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রামের আবহাওয়া বিভাগ এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি। তবে পার্বত্য চট্টগ্রাম তথা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বাসিন্দারা ভূকম্পন অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া সিলেটে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
এমএম/পাবলিকভয়েস