

এম.কলিম উল্লাহ, কক্সবাজার: বুধবার রাতের মালয়েশিয়াফেরত ৩৯৬ রোহিঙ্গাকে রাখা হবে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে। আজ বৃহস্পতিবার দুপুরে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মাহবুব আলম তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, তাদেরকে ক্যাম্পে ঢুকানোর কোনো সুযোগ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসন ইউএনএইচসিআরের মাধ্যমে ক্যাম্পের বাইরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার প্রস্তুতি নিচ্ছে। এসব রোহিঙ্গাকে ইউএনএইচসিআরের ট্রানজিট ক্যাম্পেও রাখা হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
সংশ্লিষ্ট খবর: টেকনাফে ৩ শতাধিক মালয়েশিয়াফেরত রোহিঙ্গা আটক
জানা যায়, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পেরে ৫১৫ রোহিঙ্গাবোঝাই ট্রলারটি দীর্ঘ দুই মাস সাগরে ভাসে। এর পর টেকনাফের বাহারছড়া উপকূলে ভিড়ে বুধবার রাত ১০টার দিকে।
এই ট্রলারে থেকে ৩৯৬ রোহিঙ্গাকে স্থানীয়রা উদ্ধার করে কূলে নিয়ে আসেন। অন্যরা সাগরে মারা গেছেন বলে উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন।
এসব রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে ১৪ দিনের কোয়ারেন্টিন রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। উদ্ধারকৃতদের বেশিরভাগই অসুস্থ হয়ে পড়েন।
এর আগে বুধবার রাত ১০টার দিকে টেকনাফের শামলাপুর সাগর উপকূলে আসে রোহিঙ্গাবোঝাই ট্রলারটি। সেখান থেকে কোস্টগার্ড ও বিজিবি-পুলিশের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করেন।
এখন তাদের টেকনাফের ট্রানজিট জেটিতে রাখা হয়েছে। সেখান থেকে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে।
/এসএস