

ক্ষুধার তাড়নায় নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় পাঁচ শতাধিক মানুষ আটক করার পার গতকাল বুধবার রাতেও প্রায় ১৬০জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের সবাইকে বুঝিয়ে শুনিয়ে যার যার বাসায় পাঠিয়েছে পুলিশ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে শুরুর দিকে শঙ্কায় না থাকলেও হঠাৎ গত এক সপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জ হয়ে ওঠে আতঙ্কের বধ্যভূমি। পুরো নারায়ণগঞ্জ সম্পূর্ণরুপে লকডাউন করা হয়েছে। একদিকে মহামারা এ ভাইরাসের আতঙ্ক অন্যদিকে খাবার শূন্যতা। সইতে না পেরে নারায়ণগঞ্জ ছাড়তে শুরু করে মানুষ।
অধিকাংশের দাবি খাবারের অভাবে তারা পালাতে চাইছে। গতকাল আটক এক নারীরর প্রতিক্রিয়া ছিলো ‘কয়েক দিন ধরে বাসায় খাবার নাই। ঘর ভাড়া দিতে পারতাছি না। কোনো কাজকর্ম নাই। ঠিকমত খাইতে পারতাছি না। পেট তো চালাইতে হইবো।
মাইয়াডার চেহারাটা একটু দেখেন স্যার। সন্তান সম্ভবা কিন্তু খাওয়াতে পারতেছি না। আমরা কি সাধে যাইতাছি। এখানে থাকলে আমরা না খাইয়া মইরা যামু। স্যার আপনি কি আমাদের না খাইয়া মরতে কন?’
করোনায় হটস্পট নারায়ণগঞ্জ থেকে রাতের আঁধারে পালিয়ে যাওয়ার সময় বুধবার রাতে ফতুল্লা রেলস্টেশনে পুলিশের কাছে এক নারী এভাবেই তার প্রতিক্রিয়া জানান।
ওই নারীসহ অন্য সহযাত্রীরা জানান, তারা ফতুল্লার আলীগঞ্জ ও রেলস্টেশন এলাকাতে বসবাস করেন। দিনমজুর, লোড আনলোড শ্রমিক ও রিকশা চালিয়ে ওই এলাকায় জীবিকা নির্বাহ করতেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়ায় অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন।
সবার কণ্ঠে একটাই কথা ছিল, ক্ষুধাতো আর লকডাউন বুঝে না, অভাবের তাড়নায় ছাড়তে হচ্ছে নারায়ণগঞ্জ।
মঙ্গলবার রাতে ৫ শতাধিক মানুষকে আটকের পরের দিন বুধরার রাতেও পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৬০ জন নারী-পুরুষকে আটক করে তাদেরকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, বুধবার রাত সাড়ে ১১টায় ফতুল্লা রেল স্টেশন এলাকায় দুটি ট্রাক থেকে ৯০ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। তারা কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানা এলাকার বাসিন্দা। তাদের বুঝিয়ে শুনিয়ে বাসায ফেরত পাঠিয়েছি।
রাত পৌনে ১২টায় পাগলা রসুলপুর এলাকায় ট্রাক থেকে ৪০ জনকে আটক করা হয়েছে। তারাও কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।এছাড়া, ফতুল্লার তক্কারমাঠ এলাকা থেকে ট্রাকযোগে কিশোরগঞ্জ যাওয়ার পথে আরও ৩০ জনকে আটক করা হয়।
ওসি আরও জানান, ইতোমধ্যে করোনার কারণে নারায়ণগঞ্জকে লকডাউন করা হয়েছে। নারায়ণগঞ্জে ইনপুট আউটপুট বন্ধ রয়েছে।
বিষয়টি জেনেও যে সব চালক যাত্রী উঠিয়েছেন তাদের ট্রাক আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি সবাইকে সরকারি সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার অনুরোধ করেন।
/এসএস