ডা. মঈনুদ্দীনের জন্য ব্যারিস্টার সুমনের আবেগঘন শোকবার্তা

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন ও তার পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে এক আবেগঘন শোকবার্তা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী করোনা মহামারীতে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক বিভিন্ন কাজ করে যাওয়া ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ফেসবুকে ব্যারিস্টার সুমনের নিজস্ব পেজে এক ভিডিও বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

তিনি বলেন, করোনাযুদ্ধে প্রথম যিনি শহীদ হলেন তিনি আমাদের সিলেটের ছাতকেরই কৃতি সন্তান। আপনারা জানেন যে গতকালকে তিনি মৃত্যুবরণ করেছেন। আমি প্রথমেই তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের যেন এই শোক সইতে পারে সেই দোয়া করছি।

তিনি বলেন, আমি একজন সিলেটি হিসেবে গর্ববোধ করছি যে, তিনি করোনার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং প্রথম শহীদ হয়েছেন। ডাক্তার মহিউদ্দিন যে আত্মত্যাগ করে গেছেন তাতে বাংলাদেশের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং করোনা ইস্যুতে ডাক্তারদের যযে পজিটিভ ভূমিকা তা স্মরণীয় হয়ে থাকবে।

একই সাথে আরো যে ডাক্তারা আছেন এবং এই করোনা ইস্যুতে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতিও আমার অনেক বেশি কৃতজ্ঞতা থাকবে। তিনি করোনারি মহামারীর দুর্যোগের অবস্থা পরিপেক্ষিতে বলেন আমার বিশ্বাস আমরা এই করোনা মহামারীর এই যুদ্ধে হারবো না।

ব্যারিস্টার সুমন আক্ষেপ করে বলেন, ডাক্তার মঈনুদ্দিনের চিকিৎসার জন্য কেন একটি উন্নত অ্যাম্বুলেন্স দেয়া হলো না বা তাকে কেন এয়ার এম্বুলেন্সে করে ঢাকা নেয়া হলো না সে বিষয়টি খুবই দুঃখজনক। এবং আমি কর্তৃপক্ষের কাছে জানতে চাই এমন ঘটনা কেন ঘটলো। করোনার এই সময়ে আর কোনো ডাক্তারদের ব্যাপারে যেন আমাদের এমন কথা শুনতে না হয় আমরা সে আশাটুকু করতেই পারি। কারণ করোনা ইস্যুতে যারা প্রকৃত যোদ্ধা তাদেরকে যদি আমরা সম্মান দেখাতে না পারি তাহলে কোন প্রকৃত যোদ্ধার জন্ম এ দেশে হবে না।

ব্যারিস্টার সুমন সিলেটবাসীকে উদ্দেশ্য করে বলেন, আমি সবসময় একটা কথা বলি যে, আপনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ বলেন বা করোনার বিরুদ্ধে যুদ্ধ বলেন সে জায়গায় যদি আমরা সিলেটিরা সবার চেয়ে বড় ভূমিকা না রাখতে পারি এবং নিজেরা যদি আত্মত্যাগ করতে না পারি তাহলে আমরা অবশ্যই পিছিয়ে পড়বো।

তিনি বলেন, আমরাতো নিজেদেরকে শাহজালালের উত্তরসূরি দাবি করি এবং সিলেটকে বলা হয় পুণ্যভূমি। এবং হযরত শাহাজালাল রহমাতুল্লাহ আলাইহির কারণেই সিলেটকে পূন্যভূমি আখ্যা দেয়া হয়। আমি মনে করি নতুন বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই সিলেটিদেরকেই অবশ্যই বড় ভূমিকা রাখতে হবে।

করোনাযোদ্ধা ডা. মঈন উদ্দীনের দাফন নিজ গ্রামে, স্থানীয় এমপির শোক

ডা. মঈনু্দ্দিন পরিবারের সব দায়-দায়িত্ব সরকার নেবে

সিলেট মেডিকেলের ডা. মঈনুদ্দিন মারা গেলেন করোনায়

এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন