

মিলাদ হোসেন শুভ, ছাতক, সুনামগঞ্জ: জরুরি কারণ বাইরে বেরুলেই শাস্তিস্বরুপ করোনায় আক্রান্ত রোগীর সেবা করতে এবং মৃতদের দাফন-কাফনে অংশ নিতে হবে। সুনামগঞ্জের ছাতকে এই ভিন্নধর্মী শাস্তি ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার এমন শাস্তির কথা জানিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।
বৃহহস্পতিবার (১৫ এপ্রিল) ‘ইউওন ছাতক’ ফেসবুক পেজ থেকে সামাজিক মাধ্যমে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
ইউএনও গোলাম কবির বলেন,‘ ছাতকে কারণ ছাড়া বাইরে ঘোরাঘুরি করলেই করোনা আক্রান্ত রোগীর দাফন/সংস্কার বা সেবায় নিয়োজিত করা হবে। সংক্রামকব্যাধি করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে অযথা বাইরে ঘোরাঘুরি বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
ইউএনও গোলাম কবির জানান, মহামারি এই রোগের সংক্রমণরোধে ছাক উপজেলা প্রশাসন সবধরনের প্রস্তুতি নিচ্ছে। সকলের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এটি প্রতিহত করা হবে বলে তিনি উল্লেখ্য করেন।
/এসএস