করোনার ভয়ে নারায়ণগঞ্জ থেকে পালানোর সময় আটক ৫০০ জন

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যায় ঢাকার পরেই নারায়ণগঞ্জের অবস্থান। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে জেলাটিকে ‘হটস্পট’ ঘোষণা করা হয়েছে। প্রশাসন থেকে ঘোষণা করা হয়েছে লকডাউন। তারপরও দেশের বিভিন্ন জেলায় নারায়ণগঞ্জ-ফেরত লোকজনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে। অনেকেই রাতের আঁধারে পালিয়ে যাচ্ছিলেন। গতকাল এমন ৫০০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল মঙ্গলবার রাত ১১টায় জেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালায় পুলিশ। এলাকার উদ্দেশে রওয়ানা দেওয়া পাঁচ শতাধিক নারী পুরুষকে আটক করে নিজ নিজ বাসায় পৌঁছে দিয়েছে তারা। আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে সাহায্য করা বাল্কহেড ও ট্রাক ড্রাইভারদেরকে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, করোনাভাইরাসে লকডাউন অমান্য করে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে লোকজন নিজেদের গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। সরকারিভাবে নিষেধাজ্ঞা স্বত্বেও লোকজন পালিয়ে যাচ্ছে। পুলিশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ২/৩ শ নারী-পুরুষকে আটক করেছে। এ সময় কয়েকটি বাল্কহেড, ট্রলার ও কয়েকটি পিকআপ ভ্যান জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

প্রতিটি পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে চালকদের বিরুদ্ধে। তবে পালানোর চেষ্টা করা লোকজনকে নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন