নওগাঁয় ওএমএস এর ১৭০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার মারমা মল্লিকপুর গ্রাম থেকে ওএমএস এর ১৭০ বস্তা চাল আব্দুর রব নামের এক ব্যক্তির বাড়ী থেকে উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। তবে এ ব্যাপারে ডিলার বা ওই বাড়ীর মালিককে আটক করতে পারেনি পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জোহা ঘুটুর ভাতিজা ওএমএসের ডিলার আবু সাঈদ। ডিলার আবু সাঈদ সরকারি ভাবে ওএমএসের চাল বিক্রি না করে ১৭০ বস্তা গোপনে তার শ্যালক আব্দুর রবের বাড়ীতে মজুদ করে রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে গ্রামবাসীরা জানতে পেরে মঙ্গলবার রাত ১১টার সময় খবর পেয়ে গ্রামের লোকজন ওই বাড়ী ঘিরে রাখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ওই বাড়ী থেকে ১৭০ বস্তা চাল উদ্ধার করলেও ওই বাড়ীর বা ডিলার কাউকে গ্রেফতার করতে পারে নি।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোরওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় মামলা গ্রহনের প্রস্তুতি চলছে। এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

/এসএস

মন্তব্য করুন