

হেফজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার মুহতামীম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর পরিপূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দুআর আবেদন করেছেন হেফাজত মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
১৪ এপ্রিল মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বার্তায় দেশবাসীর নিকট তিনি এ দুআর আবেদন করেন।
আল্লামা বাবুনগরী বলেন, বেফাক চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেব দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। কয়েকদিন চট্টগ্রাম নগরীর সিএসসিআরে চিকিৎসাধীন থাকার পর বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আজ ইয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।বর্তমানে তিনি ঢাকার আসগর আলী হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
আল্লামা শফীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লামা কাসেমী
হেফাজত মহাসচিব বলেন,আমি দেশবাসীর নিকট আল্লামা আহমদ শফী সাহেবের পরিপূর্ণ সুস্থতার জন্য দুআ চাচ্ছি। আল্লাহ তায়া’লা যেন হুজুরকে সকল অসুস্থতা থেকে পরিপূর্ণ সুস্থতা দান করেন,আমিন।
এদিকে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১ টায় চট্টগ্রাম সিএসসিআর হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সের একটি হেলিকপ্টারযােগে তাকে ঢাকায় আনা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি চট্টগ্রামে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
প্রায় ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।
আরআর/পাবলিক ভয়েস