মাওলানা মামুনুল হকের নেতৃত্বে ১০০ পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

করোনা মহামারিতে সৃষ্ট বিপর্যয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে দলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হকের নেতৃত্বে নিন্ম আয়ের ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করা হয়েছে।

আজ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আশে পাশে কেরানীগঞ্জের ঘাটারচর ও কলাতিয়ায় এইত্রাণ সামগ্রি ও খাবার বিতরণ করা হয়।

দলীয় সূত্রে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ সতর্কতায় সরকার সাধারণ মানুষের বাইরে চলাচল সীমাবদ্ধ করায় সারাদেশের নিম্ন আয়ের খেঁটেখাওয়া মানুষ পড়েছেন বিপদে। অনেকের আয়ের পথ প্রায় বন্ধ। এসব মানুষ যাতে খাবারের অভাবে কষ্ট না পায়, সেই বিষয়টি সামনে রেখে অসহায় কর্মহীন মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। এরই অংশ হিসেবে আজ কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন কেরানীগঞ্জের ঘাটারচর ও কলাতিয়ায় ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

এসময় তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত জনপদ, কর্মহীন অসংখ্য মানুষ, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিক সংকটে কষ্টে ভুগছেন। তাদের পাশে আমরা সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করছি। দেশ-বিদেশ থেকে সংগঠনের কর্মী ও শুভানুধ্যায়ীদের কষ্টের পাঠানো অর্থ দিয়েই ত্রাণ বিতরণ করা হচ্ছে।

এসময় তিনি সমাজের সামর্থবানদের এ দুর্যোগ মুহুর্তে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি জেলায় এ কার্যক্রম পরিচালিত হবে বলেও তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, ক্বারী হুসাইন আহমাদ, কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, ঢাকা মহানগরীর বাইতুল মাল সম্পাদক মাও আব্দুল্লাহ আশরাফ, দফতর সম্পাদক মাও শহীদুল ইসলাম, মাও আবুল হুসাইন, মুহাম্মাদ মুবাশ্বির আহমাদ প্রমুখ।

এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন