

বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১ টায় চট্টগ্রাম সিএসসিআর হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সের একটি হেলিকপ্টারযােগে তাকে ঢাকায় আনা হচ্ছে। বিষয়টি পাবলিক ভয়েসকে জানিয়েছেন উধ্বর্তন এক নেতা ও আল্লামা শফীপুত্র আনাস মাদানী।
আনাস মাদানী জানান, আল্লামা শফী আগের চেয়ে ভালো আছেন। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে তার আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার আজগর আলী হাসপাতালে নেয়া হয়েছে। আপনার সবাই আমিরে হেফাজতের পরিপূর্ণ সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করবেন!
প্রসঙ্গত, গত শনিবার বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি চট্টগ্রামে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
প্রায় ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।