হঠাৎ ভয়ংকরভাবে কেঁপে উঠল সিলেট

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৩টা ৪৩ মিনিট। স্বাভাবিকভাবেই গভীর ঘুমে আচ্ছন্ন সবাই। হঠাৎ ভয়ংকরভাবে কেঁপে ওঠে সিলেট ও এর আশপাশের এলাকা। কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে বাসিন্দারা হুড়মুড় করে বাসা থেকে বেরিয়ে আসেন।

রিখটার স্কেলে কত মাত্রার ভূমিকম্প হয়ে গেছে তা নিশ্চিত করে জানা না গেলেও স্থানীয়তের ভাষ্য এটা খুব বেশি হওয়ার কথা নয়।

মধ্যরাতে হওয়ায় আতঙ্কটা বেশি ছড়িয়ে পড়ে। ঘুম থেকে জেগে অনেকে চিৎকার করে ওঠেন। কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টা সবাই অবহিত করার চেষ্টা করেন এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

এ নিয়ে বিস্তারিত জানতে সিলেট আবহাওয়া অফিসে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু কাউকেই পাওয়া যায়নি।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন